শিখনের সংজ্ঞা

শিখনের সংজ্ঞা 

শিখন হল অপেক্ষাকৃত স্থায়ী আচরণের পরিবর্তন যা পূর্বের আচরণের ফল যাকে সাধারণত অনুশীলন বলা হয়। শিখন হল বার বার অনুশীলনের ফলে নির্দিষ্ট পরিস্থিতিতে প্রাণীর আচরণের পরিবর্তন, যা সহজাত প্রতিক্রিয়া, পরিণমন বা প্রাণীর অস্থায়ী অবস্থার (যেমন ক্লান্তি, ড্রাগ সেবন ইত্যাদি) কারণে ঘটে না। শিখন হল নতুন আচার-আচরণ, অথবা অভিজ্ঞতার ফলে পুরােনাে আচরণের দৃঢ়ীকরণ অথবা শিথিলকরণ সক্রিয়তা, অনুশীলন এবং অভিজ্ঞতার ফলে আচরণের পরিবর্তনই হল শিখন। শিখন হল একপ্রকার প্রক্রিয়া যার দ্বারা আচরণ সৃষ্টি হয় অথবা অনুশীলন বা প্রশিক্ষণের দ্বারা পরিবর্তিত হয়।

উপরিউক্ত সংজ্ঞাগুলিকে বিশ্লেষণ করে শিখনের একটি কার্যকরী সংজ্ঞা নিরূপণ করা যেতে পারে। অতীতের অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে আচরণের পরিবর্তনের প্রক্রিয়াই হল শিখন।