কম্পিউটার কীভাবে চালু ও বন্ধ করতে হয় ?

কম্পিউটার চালু ও বন্ধ করার পদ্ধতি

কম্পিউটার চালু করার পদ্ধতি : 

(১) প্রথমে মেইন ইলেকট্রিক সুইচ অন করতে হবে, 

(২) যদি UPS-এর সঙ্গে যুক্ত থাকে তাহলে UPS-এর সুইচ অন করতে হবে, 

(৩) এরপর ক্যাবিনেট (CPU)-এর সুইচ অন করতে হবে, 

(৪) শেষে মনিটরের সুইচ অন করতে হবে।

কম্পিউটার বন্ধ করার পদ্ধতি : 

(১) প্রথমে দেখে নিতে হবে সব কার্যকরী উইন্ডােগুলি বন্ধ আছে কি না। যদি তা বন্ধ না থাকে তাহলে সর্বপ্রথম উইন্ডােগুলিকে বন্ধ করে দিতে হবে, 

(২) মাউস পয়েন্টের দ্বারা টাক্সবারের একদম বাম দিকে থাকা স্টার্ট বাটনে মাউসের বাম বাটনটিকে ক্লিক করতে হবে এর কম্পিউটার চালু ও বন্ধ করার পদ্ধতি ফলে যে মেনুটি উঠে আসবে সেখানেও একইভাবে Turn off বা Shut Down-এ ক্লিক করতে হবে, 

(৩) UPS অফ করতে হবে। (মনিটর সম্পূর্ণ বন্ধ হওয়ার পর), 

(৪) ইলেকট্রিক বোর্ডের সুইচ অফ করতে হবে।