ইউনেস্কোর প্রকাশিত শিক্ষা সম্পর্কিত আন্তর্জাতিক মানের ছ-টি পুস্তকের নাম উল্লেখ করাে।

ইউনেস্কোর প্রকাশিত ছ-টি পুস্তক

শিশুর শিখনের গুণগত মান বৃদ্ধির একটি অন্যতম মাধ্যম উচ্চমানের পাঠ্যপুস্তক। এই উদ্দেশ্যে UNESCO বিষয়ভিত্তিক কিছু বিশ্বমানের পাঠ্যপুস্তক প্রকাশ করেছে। পাঠ্যপুস্তক গুলো হল―

(১) Source Book of Geography Teaching (1965) (সোর্স বুক অফ জিয়ােগ্রাফি টিচিং ১৯৬৫)।

(২) New UNESCo Source Book for Science Teaching (1965) (নিউ ইউনেস্কো সাের্স বুক ফর সায়েন্স টিচিং ১৯৬৫)।

(৩) UNESCO Handbook for Teaching Social Science (1976) (ইউনেস্কো হ্যান্ডবুক ফর টিচিং সােশ্যাল সায়েন্স, ১৯৭৬)।

(৪) Guidelines for Textbooks Writing (1978) (গাইডলাইনস ফর টেক্সট বুকস রাইটিং, ১৯৭৮)।

(৫) Guidelines for Curriculum & Textbook Development in International Education (1992) (গাইডলাইনস কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক ডেভেলপমেন্ট ইন ইন্টারন্যাশনাল এডুকেশন, ১৯৯২)।

(৬) Teaching Primary School Mathematics (1995) (টিচিং প্রাইমারি স্কুল ম্যাথমেটিক্স, ১৯৯৫)।