শিক্ষা ক্ষেত্রে সংবাদপত্রের গুরুত্ব লেখাে।

প্রাত্যহিক জীবনে শিক্ষার মনােভাব সৃষ্টিতে, মূল্যবোধ গঠনে সংবাদপত্রের ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ। নিম্নে বিস্তারিত আলােচনা করা হল-

শিক্ষাক্ষেত্রে সংবাদপত্রের গুরুত্ব

(১) সংবাদ পরিবেশন : দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে সংবাদ সংগ্রহ করে তা শিক্ষার্থী ও সাধারণ মানুষকে পরিবেশন করে। ফলে তারা নানা বিষয়ে জ্ঞানার্জন করতে পারে।

(২) গণতান্ত্রিক চেতনার বিকাশ : আদর্শ গণতান্ত্রিক চেতনার বিকাশের ক্ষেত্রে সংবাদপত্রের বিশেষ ভূমিকা আছে। সংবাদপত্র নাগরিকদের বিশ্লেষণমূলক চিন্তনের বিকাশ ঘটিয়ে বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করতে সাহায্য করে।

(৩) ভাষাজ্ঞান বৃদ্ধি : প্রতিদিন সংবাদপত্র পাঠে ভাষাজ্ঞান বৃদ্ধি পায়। নতুন নতুন শব্দ এবং তার যথাযথ প্রয়ােগক্ষমতা বৃদ্ধি পায়।

(৪) আচরণ নিয়ন্ত্রণ : ব্যক্তিকে আদর্শ আচরণ অনুসরণে সংবাদপত্র বিশেষ ভূমিকা পালন করে। অর্থাৎ সংবাদপত্র আচরণ নিয়ন্ত্রণে সাহায্য করে।

(৫) সচেতনতা বৃদ্ধি : সংবাদপত্রে বিভিন্নরকম সংবাদ পরিবেশন গণসচেতনতা বৃদ্ধি করে। এর ফলে বিভিন্ন সামাজিক কাজকর্মে আগ্রহ বৃদ্ধি পায়।

(৬) স্বল্প খরচ : অনেক কম খরচে বিভিন্নরকম শিক্ষামূলক তথ্য সংবাদপত্রের মাধ্যমে পরিবেশন করা যায়।

(৭) আগ্রহ সঞ্চার : সংবাদপত্র ব্যক্তির মধ্যে শিক্ষা অভিমুখী আগ্রহ সঞ্চারে বিশেষ ভূমিকা গ্রহণ করে। শুধু সংবাদ পরিবেশন নয়, বিভিন্ন ধরনের শিক্ষামূলক প্রবন্ধ, গবেষণাপত্র ইত্যাদি প্রকাশিত হয়।

(৮) মানসিক বিকাশ ঘটায় : নিয়মিত সংবাদপত্র পাঠের চিন্তাশক্তি বৃদ্ধি পায়, বিচারবিশ্লেষণ ক্ষমতা, যুক্তিশক্তি বৃদ্ধি পায়, যা মানসিক বিকাশে সহায়ক।

(৯) আচরণ সংস্কার : খারাপ আচরণের বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় তা শিক্ষার্থীরা জানতে পারে এবং তারা আচরণ সংশােধন করতে পারে।

(১০) শিক্ষানীতি নির্ধারণ : দেশের শিক্ষানীতি নির্ধারণে সংবাদপত্র বিশেষ ভূমিকা গ্রহণ করে, সংবাদপত্রে প্রকাশিত মতামতের ভিত্তিতে প্রয়ােজনবােধে শিক্ষানীতি প্রকাশিত হয়।

সুতরাং উল্লিখিত বিষয়ের আলােচনায় বােঝা গেল সংবাদপত্র সুন্দরভাবে শিক্ষার্থীদের শিখতে সাহায্য করে। তবে সংবাদপত্রকে সবসময় সজাগ ও নিরপেক্ষ থাকতে হবে, কুরুচিকর তথ্য বর্জন ইত্যাদির মাধ্যমে এর সুফল প্রদান করে যেতে হবে।