কম্পিউটার শিক্ষার প্রয়ােজনীয়তা কি?

কম্পিউটার শিক্ষার্থীকে নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করানাের পাশাপাশি শিখনের বিকাশেও সাহায্য করে।

কম্পিউটার শিক্ষার প্রয়ােজনীয়তা

(১) আত্মপ্রত্যয় জাগরণ: কম্পিউটার শিখনের মাধ্যমে শিক্ষার্থীরা সমস্যার সমাধান করতে পারে। এই সমাধানই ব্যক্তির আত্মপ্রত্যয় বৃদ্ধি করে।

(২) প্রেষণা সঞ্চার : কম্পিউটার ভিত্তিক শিক্ষা ইতিবাচক মানসিকতা গঠনের সহায়ক। এতে শিক্ষার্থীর মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধি পায়, প্রেষণা সঞ্চার ঘটে। এই প্রেষণা ব্যক্তিকে কর্মযোগী করে তােলে।

(৩) গুরুত্বপূর্ণ তথ্যের উপস্থাপন : কোনাে আলােচনা সভা বা সেমিনারে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপনের ক্ষেত্রে কম্পিউটার প্রয়ােজন।

(৪) নিজের ক্ষমতা ও দক্ষতা অনুযায়ী শিক্ষা : কম্পিউটারের সাহায্যে শিখনে শিক্ষার্থী তার নিজস্ব ক্ষমতা ও দক্ষতা অনুযায়ী এগিয়ে যেতে পারে।

(৫) দ্রুত ফিডব্যাক : কম্পিউটারের সাহায্যে শিখনে তার নিজস্ব ক্রিয়া-প্রতিক্রিয়ার দ্রুত ফিডব্যাক পাওয়া যায়।

(৬) শিখন বস্তুকে অংশ অনুযায়ী পাঠ : প্রোগ্রাম শিখন অনুযায়ী পঠনের বিষয়বস্তুকে ছােটো ছােটো অংশে ভেঙে পাঠ গ্রহণ করার ফলে শিক্ষার্থীর বিশেষ সুবিধা হয়।

(৭) নিজের সম্পর্কে অবগত হওয়া : কম্পিউটার শিক্ষার ফলে শিক্ষার্থী নিজের অগ্রগতি সম্পর্কে জানতে পারে।