শিখন কি

শিখন কি 

বাস্তবে অন্যান্য প্রাচীন বিজ্ঞানের তুলনায় মনােবিদ্যার আবির্ভাব অনেক পরে। মূল দর্শনশাস্ত্র থেকে মনােবিদ্যার পৃথকীকরণ, তুলনামূলকভাবে কম সময়ের মধ্যে হলেও তার বিস্তার খুব কম হয়নি।

আধুনিক চিন্তানুযায়ী মনােবিদ্যা একটি আচরণ বিজ্ঞান এবং এই কারণেই মানুষের বহুমুখী আচরণ, তার আলােচ্য বিষয়বস্তু। আচরণ বহুমুখী হওয়ায় মনােবিদ্যার বিষয়বস্তুও বহুমুখী হয়েছে এবং তার ফলে আধুনিক মনােবিদ্যার বহু প্রয়ােগমূলক শাখা গড়ে উঠেছে।

শিক্ষামূলক মনােবিদ্যা, এই মনােবিদ্যারই একটি প্রয়ােগমূলক শাখা। মনােবিদ্যার এই শাখাও বর্তমানে তার আলােচ্য ক্ষেত্রে বহু বিস্তৃত হয়েছে। কিন্তু শিখন সম্পর্কিত আলােচনা, মনােবিদ্যার বেশিরভাগ ক্ষেত্র জুড়ে আছে।

তাই, শিখন সম্পর্কে মনােবৈজ্ঞানিক ধারণা আমাদের বিশেষভাবে জানা দরকার। এই বিজ্ঞানসম্মত জ্ঞানই আমাদের সহায়তা করবে।